মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বের সেরা এক হাজারের মধ্যে ইরানের ৩৬ বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: জুন ৮, ২০২১ 

news-image

বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ইরানের ৩৬টি বিশ্ববিদ্যালয়। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টাডিজ  লেইডেন র‌্যাঙ্কিং ২০২১ এ এই চিত্র উঠে এসেছে।

বৈজ্ঞানিক প্রভাব ও সহযোগিতার সূচকের ওপর ভিত্তি করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এটি প্রস্তুত করেছেন নেদারল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয়ের সিডব্লিউটিএস।

ইসলামি ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টারের (আইএসসি) প্রধান মোহাম্মাদ জাভাদ দেহকানি বলেন, লেইডেন র‌্যাঙ্কিংয়ে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছরই ইরানি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। কিন্তু আগের বছরের তুলনায় ২০২১ সালে এই সংখ্যা অপরিবর্তিত রয়েছে। সূত্র: তেহরান টাইমস।