সোমবার, ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বের বর্ষসেরা ফুটসাল খেলোয়াড়ে মনোনীত চার ইরানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২২ 

news-image

চারটি ক্যাটাগরিতে ২০২১ সালে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন চারজন ইরানি ফুটসাল খেলোয়াড়।২০০০ সালে চালু হওয়া ফুটসালপ্লানেট ম্যাগাজিন উপস্থাপিত এই পুরস্কারের লক্ষ্য আন্তর্জাতিক ফুটসালের বছরের সেরা খেলোয়াড়দের সম্মান জানানো।ইরানি ফুটসাল খেলোয়াড় আলিয়াসগার হাসানজাদেহ বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েছেন।হাসানজাদেহের প্রতিদ্বন্দ্বী হলেন ক্রিশ্চিয়ান আলেজান্দ্রো বোররুতো (এআরজি), এরিক ওলিম মেন্ডোনসা (পিওআর), এস্তেবান সেজুডো গুয়েরেরো (ইএসপি), কার্লোস ভ্যাগনার গুলার্তে ফিলহো “ফেরাও” (বিআরএ), জোভান লাজারেভিক (এসআরবি), অ্যালেক্স রদ্রিগো দা সিলভা মেরলিম “বাবালু” (বিআরএ/আইটিএ)।বিশ্বের সেরা নারী খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন ইরানের সোহেলা মলমলি। অন্যদিকে, ইরান ফুটবল দলের কাস্টডিয়ান আলিরেজা সামিমি বিশ্বের সেরা পুরুষ গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস।