বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় ইয়াজদানির স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: মে ৭, ২০২৫ 

news-image

২০২৫ সালের বিশ্ব যুব ও জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় সোমবার ইরানের হোসেইন ইয়াজদানি স্বর্ণপদক জিতেছেন।

তেহরান টাইমসের খবরে বলা হয়, ইয়াজদানি স্ন্যাচে ১৪৪ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৯০ কেজি উত্তোলন করে ইরানের হয়ে জয়লাভ করেছেন। পুরুষ +১০২ যুব বিভাগে মোট ৩৩৪ কেজি উত্তোলনের মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

আর্মেনিয়ান ভারোত্তোলক হারুতিউন হোভান্নিসিয়ান ১৫০-১৭৩-৩২৩ স্কোর করে দ্বিতীয় স্থান লাভ করেছেন এবং ইউক্রেনের ভলোদিমির চমিখ ১৪৩-১৮০-৩২৩ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

২০২৫ সালের যুব ও জুনিয়র বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতা ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত পেরুর লিমায় অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ