মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব যুব দাবা অলিম্পিয়াডে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০১৭ 

news-image

আন্তর্জাতিক যুব দাবা অলিম্পিয়াডে তৃতীয় অবস্থান দখল করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দাবা স্কোয়াড। ভারতে অনুষ্ঠিত এফআইডিই বিশ্ব যুব অনূর্ধ্ব ১৬ দাবা অলিম্পিয়াড ২০১৭’তে বেলারুশকে পরাজিত করে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে দেশটি।

বিশ্ব যুব দাবা অলিম্পিয়াড ২০১৭ ভারতের কর্নবাতি ক্লাবে সম্পন্ন হয়েছে। অনূর্ধ্ব  ১৬ খেলোয়াড়দের এই বিশ্ব দাবা প্রতিযোগিতার সম্মানজনক ইভেন্টে বিশ্বের ২৫ দেশের ৩০টি টিম অংশ নেয়।

সাঈদ মোহাম্মদ আমিন তাবাতাবেয়ি, আলি রেজা ফিরোজজা, আরিয়ান গোলামি, মেহেদী গোলামি ও আনুশা মাহদিয়ানের সমন্বয়ে গঠিত ইরানি টিম এই অলিম্পিয়াডে অংশ নেয়।

এদিকে, যুব দাবা অলিম্পিয়াডে স্বর্ণ জয় করে শীর্ষ স্থান দখল করেছে রাশিয়া। অন্যদিকে, স্বাগতিক ভারত রৌপ্যে মেডেল সংগ্রহ করে বিশ্বে দ্বিতীয় অবস্থান দখল করেছে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ইভেন্টের ২০১৬ সালের আসরের শিরোপা জিতেছিল ইরান।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।