বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব প্যারা পাওয়ারলিফ্টিংয়ে সোনা জিতল ইরানের সোলহিপুর

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০২১ 

news-image

জর্জিয়ার তিবিলিসিতে চলমান ২০২১ বিশ্ব প্যারা পাওয়ারলিফ্টিং চ্যাম্পিয়নশিপে শনিবারের ইভেন্টে ইরানের প্রথম সোনা জিতেছেন হামেদ সোলহিপুর।সোলহিপুর পুরুষদের ৯৭ কেজি ওজন-শ্রেণিতে ২২৫ কেজির জন্য একটি চিত্তাকর্ষক খেলা উপহার দেন। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ব্যাক-টু-ব্যাক শিরোপা জিতে মুকুট ধরে রাখলেন তিনি।মুকুট জয়ের পর সোলিপুর বলেন,‘‘আমি খুব খুশি ও আনন্দিত। আমি মনে করি আমি এই পদকের যোগ্য।’’এর আগে পুরুষদের ৬৫ কেজিতে ইরানের আমির জাফারি এবং পুরুষদের ৮০ কেজিতে রুহুল্লাহ রোস্তামি দুটি রৌপ্যপদক জিতেছেন।টুর্নামেন্টটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য ২০২৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য একটি বাধ্যতামূলক টুর্নামেন্ট। সূত্র: তেজরান টাইমস।