শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ জিতলেন মির্জাজাদে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৩ 

news-image

শুক্রবার রাতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ইরানের গ্রেকো-রোমান কুস্তিগির আমিন মির্জাজাদে। ১৩০ কেজির ফাইনাল বাউটে তিনি তুরস্কের সুপরিচিত প্রতিদ্বন্দ্বী রিজা কায়াল্পকে ২-২ সেটে পরাজিত করেন।

মিশরীয় আবদেললাতিফ মোহাম্মদ এবং কিউবার অস্কার পিনোও একই ওজন শ্রেণিতে ব্রোঞ্জপদক জিতেছেন।
আগের দিন, ৫৫ কেজিতে পাউয়া দাদমার্জ এবং ৮২ কেজিতে আলিরেজা মোহাম্মদী যথাক্রমে একটি ব্রোঞ্জ এবং একটি রৌপ্যপদক জিতেছেন।

২০২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ১৬-২৪ সেপ্টেম্বর সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ