রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ইরানের ঘাসেমপুর  

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২২ 

news-image

ইরানের কামরান ঘাসেমপুর ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। শনিবার ইরানের এই ফ্রিস্টাইলার ৯২ কেজির ফাইনাল ম্যাচে আমেরিকান কুস্তিগির জেডেন কক্সকে ২-০ গোলে পরাজিত করে ১ম পুরস্কার ঘরে তোলেন।সার্বিয়ার বেলগ্রেডে চলমান কুস্তি প্রতিযোগিতায় এটি ছিল ইরানের প্রথম স্বর্ণপদক। এর আগে প্রতিযোগিতায় মোহাম্মদ নোখোদি ৭৯ কেজি এবং হাসান ইয়াজদানি ৮৬ কেজি লিমিটে দুটি রৌপ্যপদক লাভ করেন। সূত্র: তেহরান টাইমস।