মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বর্ষসেরা বইগুলোকে সম্মাননা জানালো ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২০ 

news-image

ইরানের বিভিন্ন বিভাগের শীর্ষ প্রকাশনাগুলোকে বর্ষসেরা বই পুরস্কার ৩৭তম ‘ইরান বুক অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়েছে। বুধবার তেহরানের ভাহদাত হলে এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হাসান রুহানি প্রকাশকদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

নাট্যকলা বিভাগে পুরস্কার জিতেছে লেখক মিলাদ রোশানিপায়ানের ‘‘সিনেমা অ্যান্ড ডেথ: অ্যাবাউট ইমমরটালিটি’’। প্লে বিভাগে বেহজাদ কাদেরির ‘‘দ্যা মাস্টার বিল্ডার’’ পুরস্কার জিতেছে।

সাহিত্য বিভাগে সংক্ষিপ্ত কাহিনির জন্য পুরস্কার জিতেছে হোসেইন লালবাজিরির ‘‘উই ওয়ার ট্রাভেলিং থ্রু দ্যা হেইরান পাস’’। অন্যদিকে বর্ষসেরা উপন্যাসের পুরস্কার লাভ করেছে হামেদ জালালির ‘‘দ্যা শেমলেসনেস সিসুয়েশন’’ ও মোহাম্মাদ রেজা মারজুকির ‘‘ওয়ান-ওয়ে স্ট্রিট’’।

অনুবাদ বিভাগে তিনটি বইকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত বইগুলোর অন্যতম হলো- ফরাসি লেখক ফ্রাঁসোয়া জস্টের ‘‘ইনট্রোডাকশন টু কমপারেটিভ লিটেরেচার’’ এর ফারসি অনুবাদ। বইটি অনুবাদ করেছেন আলিরেজা আনুশিরভানি, লালেহ আতাশি ও রোকিয়েহ বাহাদোরি।

ইতিহাস, ধর্ম, দর্শন, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও ভূগোল সহ বিভিন্ন বিভাগের কয়েক ডজন বইকে সম্মাননা জানান আয়োজকরা। সূত্র: তেহরান টাইমস।