শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফিলিস্তিন- কবিতা

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০১৪ 

আমিন ইবনে করিম

ফিলিস্তিন! হে ফিলিস্তিন!

সবর কর আসবে সুদিন।

আসবে ফিরে স্বপ্ন ঘিরে

তোমার নীড়ে লাল আবিরে,

একটি যুবক মুক্ত স্বাধীন

ফিলিস্তিন! হে ফিলিস্তিন!

 

ফিলিস্তিন! হে ফিলিস্তিন!

সবর কর আর ক’টা দিন।

যায়নবাদের ধারক যারা

ডাকাত তারা দেশ লুটেরা,

ফুরিয়ে যাবে ওদের দিন

ওই দেখ ওই আসছে নবীন।

 

ফিলিস্তিন! হে ফিলিস্তিন!

সবর কর আর ক’টা দিন।

এক জামাতে সকল মুমিন

এক সাথে হাত রাখবে যেদিন।

শাহাদাতের নেশায় পাগল

খালিদ তারিক মুসার বেশে,

আসবে ছুটে ভাঙতে আগল

ফৌজে খোদা মরুর দেশে।

স্বাধীনতা আসবে ওদিন

রইবে না আর ওদের অধীন,

আসবে ফিরে আসবে সুদিন,

ফিলিস্তিন! হে ফিলিস্তিন!