মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফরাসি চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির সাফল্য

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২ 

news-image

ফ্রান্সের সঙ্গীত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিততে সক্ষম হয়েছে ইরানি অ্যানিমেশন “হোয়্যার দ্যা উইন্ডস ডাই”।পেজমান আলিপুর পরিচালিত ইরানি অ্যানিমেশনটি ফরাসি উৎসবে সেরা মানবাধিকার পুরস্কার জিতেছে।১৩ মিনিটের অ্যানিমেশন ছবি “হোয়ার দ্য উইন্ডস ডাই” ১৯৮৭ সালে ইরানের সারদাশ শহরে ইরাকের রাসায়নিক হামলা নিয়ে তৈরি করা হয়েছে।ইরাক ১৯৮৭ সালের ২৮ জুন পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশতে রাসায়নিক অস্ত্র দিয়ে বোমাবর্ষণ করে। এতে সহস্রাধিক মানুষ নিহত এবং ৮ হাজারের অধিক বেসামরিক লোক আহত হয়। আহতদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।