শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফজর ভিজুয়াল আর্টস উৎসবের বিজয়ীদের সম্মাননা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ 

news-image

১৩তম ফজর ভিজুয়াল আর্টস উৎসবের বিজয়ীদের সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার তেহরানের ভাহদাত হলে উৎসবের সমাপনী অনুষ্ঠোনে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রী সৈয়দ আব্বাস সালেহি, শিল্প বিষয়ক উপসংস্কৃতি মন্ত্রী সৈয়দ মোজতাবা হোসেইনি ও সীমিত সংখ্যক শিল্পীরা যোগ দেন।

অংশগ্রহণকারীরা চিত্র, ছবি, ভাস্কর্য, ক্যালিগ্রাফি, ক্ষুদ্র চিত্র, চিত্রণ, কার্টুন, গ্রাফিক ডিজাইন এবং নতুন মিডিয়াসহ উৎসবের বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি বিভাগের সেরা বিজয়ীকে গোল্ডেন তুবা অ্যাওয়ার্ড দেয়া হয়। সূত্র: তেহরান টাইমস।