বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

প্রীতি ম্যাচে উরুগুয়েকে হারাল ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২২ 

news-image

প্রীতি ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। শুক্রবারের এই ম্যাচে মেহেদি তারেমির দ্বিতীয়ার্ধের গোলের সুবাদে জয় পায় ইরানি স্কোয়াড।অস্ট্রিয়ার সান্ত পোল্টেনের এনভি অ্যারেনায় ম্যাচের ৭৯তম মিনিটে বদলি খেলোয়াড় তারেমি প্রথম গোল করেন।ডারউইন নুনেজ এবং লুইজ সুয়ারেজ গোলের কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ দক্ষ হাতে তা রুখে দেন।দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক আমির আবেদজাদেহও দুর্দান্তভাবে আরেকটি গোল বাঁচান।কার্লোস কুইরোজের নেতৃত্বে ইরান মঙ্গলবার সেনেগালের সাথে খেলার কথা রয়েছে।বি গ্রুপে টিম মেল্লি ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলসের সাথে ড্র করে। সূত্র: তেহরান টাইমস।