প্রথমবার পডকাস্টে তারেক রহমান: তুলে ধরবেন আগামীর বাংলাদেশের রোডম্যাপ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিচ্ছেন। এই বিশেষ আয়োজনে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প তুলে ধরবেন।
দলীয় সূত্রে জানা গেছে, পডকাস্টটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রাজনীতির প্রচলিত জনসভা বা বক্তব্যের বাইরে এসে আধুনিক ডিজিটাল মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ হিসেবে এ আয়োজনকে দেখা হচ্ছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পডকাস্টে কোনো উপস্থাপক থাকবেন না; বরং তারেক রহমান নিজেই তার বক্তব্য উপস্থাপন করবেন।
পডকাস্টে তিনি দেশের শিক্ষা, কৃষি, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে জানা গেছে। “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর বাংলাদেশের একটি সুদূরপ্রসারী রোডম্যাপ তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন তিনি।
দলীয় নেতাদের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বক্তব্যের নতুন এই মাধ্যমকে বিএনপির প্রচার কৌশলে একটি ভিন্নধর্মী সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে এ ধরনের উদ্যোগ বর্তমান সময়ের রাজনৈতিক যোগাযোগে নতুন ধারা তৈরি করছে, যেখানে নেতারা সরাসরি নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
সূত্র: ইনকিলাব