পেজেশকিয়ান: নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে দেশের বর্তমান অবস্থা অতীতের সঙ্গে তুলনীয় নয়
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৬
রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সৌর প্যানেল ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির আরও ব্যাপক উন্নয়ন ও ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এই প্রযুক্তির উন্নয়নে দেশের বর্তমান অবস্থা অতীতের সঙ্গে তুলনীয় নয়। তবে নির্মাণাধীন প্রকল্পগুলো সম্পন্ন ও চালু করতে বেসরকারি খাত ও সরকারি সংস্থাগুলোকে আলাদাভাবে নিজেদের দায়িত্ব গুরুত্বের সঙ্গে অনুসরণ করতে হবে।
বৈঠকে বিদ্যুৎ ও পানিসম্পদ খাতে সর্বশেষ অবস্থা, চ্যালেঞ্জ, পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ নিয়ে বিদ্যুৎমন্ত্রী প্রদত্ত প্রতিবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি আবারও সৌর প্যানেল ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সৌভাগ্যবশত এ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি সন্তোষজনক এবং দেশের অবস্থা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে নির্মাণাধীন প্রকল্পগুলো সম্পন্ন ও চালু করার জন্য বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ দায়িত্ব আরও দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। এছাড়া এই খাতে আর্থিক ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
সূত্র: আইআরএনএ