পাশ্চাত্য আলোচনার জন্য প্রস্তুত নয়: ইরানের পদস্থ কূটনীতিক/ স্ন্যাপব্যাকের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা হয়
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২৫
ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন যে অন্য পক্ষকে (পশ্চিমারা) ‘আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এই মুহূর্তে তারা এর জন্য প্রস্তুত নয়।’
তিনি আরও বলেন: সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংস্থাগুলো স্ন্যাপব্যাকের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল এবং এই নিয়ন্ত্রণের ফলেই পশ্চিমারা আইএইএ’র রেজোলিউশনের আশ্রয় নিয়েছিল।”
পার্সটুডে আরও জানায়, যদিও ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংলাপ এবং গঠনমূলক সম্পৃক্ততার প্রতি তার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির অবস্থান আবারও পশ্চিমাদের অন্যায় এবং একতরফা নীতির বিরুদ্ধে ইরানের বৈধতা তুলে ধরেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক অধ্যয়ন কেন্দ্রে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আইন আক্রান্ত: আগ্রাসন ও প্রতিরক্ষা‘ শীর্ষক বৈঠকের অবকাশে গারিবাবাদি জোর দিয়ে বলেন: ‘আলোচনা দ্বিপক্ষীয়, দাবি আরোপ করা নয়’ এবং ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করে নি। ইরান সবসময় সমান ও সম্মানজনক মর্যাদার ভিত্তিতে সংলাপের জন্য প্রস্তুত।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: পক্ষান্তরে পশ্চিমা দেশগুলোর কেবল বাস্তব আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অভাবই যে নেই তেই নয় বরং অবৈধভাবে স্ন্যাপব্যাক সক্রিয়করণ, নির্বাহী পরিষদে রাজনৈতিক রেজোলিউশন জারি করার প্রচেষ্টার মতো হাতিয়ারের মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগের চেষ্টাও করা হচ্ছে। এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই, যার মধ্যে জোট নিরপেক্ষ আন্দোলনের ১২১ সদস্য রাষ্ট্র এবং নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়াও রয়েছে,তারা এই পদক্ষেপগুলোকে সমর্থন করে নি। এটা পশ্চিমা আরোপিত কূটনীতির ব্যর্থতার স্পষ্ট লক্ষণ।
গারিবাবাদি স্ন্যাপব্যাকের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণের জন্য অভ্যন্তরীণ প্রচেষ্টার দিকেও ইঙ্গিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন: ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা সত্ত্বেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে। কিন্তু এই সহযোগিতার প্রতি পশ্চিমাদের উদাসীনতা এবং রাজনৈতিক চাপের ওপর মনোনিবেশ পশ্চিমাদের লুকানো লক্ষ্যগুলোকে নির্দেশ করে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই বলে উপসংহার টেনেছেন: যদি বিরোধী পক্ষগুলি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিচক্ষণতার সাথে, তাদের নীতিগুলো বজায় রেখে বাস্তব সংলাপে প্রবেশ করতে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে