বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পাকিস্তান থেকে ইরান হয়ে প্রথম ট্রেন গেল তুরস্কে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২১ 

news-image

পাকিস্তান থেকে ছেড়ে ইরান হয়ে তুরস্কে গেল প্রথম ট্রেন। গত নভেম্বরে অর্থনৈতিক সহযোগিতা বিকাশে তেহরান এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি সই হওয়ার পর শনিবার থেকে এই রুটে ট্রেন চলাচল শুরু হলো।পাকিস্তানের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা আবদুল রাজাক দাউদ  ১৭ নভেম্বর ইরান-পাকিস্তান যৌথ বাণিজ্য কমিটির নবম বৈঠকে যোগ দিতে তেহরান সফর করেন।ইরান-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের ওই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী রোস্তম গাসেমি। বৈঠকে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার উপর জোর দেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।