রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

পাকিস্তান এমন এক বন্ধু, যে সব সময় পাশে থাকে: ইরানের সংসদ স্পিকার

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২৫ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ আজ বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- “পাকিস্তান এমন এক বন্ধু, যে সব সময় পাশে থাকে।”

পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে কলিবাফের সরকারি সফরের সময় তিনি জাতীয় সংসদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যানসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

তিন দিনের সফরের মূল লক্ষ্য ছিল ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও সংসদীয় সহযোগিতা জোরদার করা, যা তেহরান–ইসলামাবাদ সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক-এর সঙ্গে সাক্ষাতে কলিবাফ ইসলামাবাদ সফরে সন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সমর্থন দুই জাতির গভীর বন্ধুত্বের প্রতিফলন এবং সংসদীয় সহযোগিতা আরও বাড়ানো জরুরি।

কলিবাফ আরও বলেন, ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে তেহরানের প্রতিক্রিয়া ছিল এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তাদের সবচেয়ে বড় আঘাত।

তিনি জোর দিয়ে বলেন, ইরান ও পাকিস্তানের নানা ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে এবং দুই দেশকে ইসরায়েলি আগ্রাসন ও তার মিত্রদের মোকাবিলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে। তেহরান ও ইসলামাবাদ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতা করতে পারে, আর এই সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা।

আয়াজ সাদিক ইরানি জাতির বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “ইসরায়েলি শাসনযন্ত্র আমাদের দুই দেশের অভিন্ন শত্রু।” তিনি আরও বলেন, “ইরান ও পাকিস্তান এক জাতি, যারা দুই প্রান্তে বাস করে।”

তিনি জানান, পাকিস্তান পার্লামেন্টে ইরানের ওপর ইসরায়েলি আক্রমণের নিন্দায় একটি প্রস্তাব পাস হয়েছে।

এই সফরের অংশ হিসেবে কলিবাফ পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাইয়্যেদ ইউসুফ রাজা গিলানি’র সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, সংসদীয় সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে