রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

পর্যটন নগরী বাস্তবায়নে পাইলট শহর হিসেবে নির্বাচিত ইরানের মারাগে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৫ 

news-image

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের মারাগে শহরকে পর্যটন নগরী বাস্তবায়নের জন্য পাইলট শহর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বার্তা সংস্থা ইলনার খবরে বলা হয়েছে, মারাগের মেয়র শাহরাম মোরেভভাতি শহর উন্নয়নে মৌলিক পর্যটনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনে একে একটি সফল ইরানি পর্যটন শহরের মডেলে পরিণত করতে চান।তিনি মারাগে শহরের ব্যবস্থাপনা মডেলকে পর্যটন নগরী পরিকল্পনা মডেলে পরিবর্তনের ঘোষণা দেন।

মারাগে ইরানের উত্তর-পশ্চিমে একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যার মধ্য দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে এবং এখানে একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ কেন্দ্রও রয়েছে।

মেয়র শাহরাম মোরেভভাতি পর্যটন নগরীর অধীনে মারাগেকে পুনরুজ্জীবিত করার পথের সূচনাকারী। তিনি বলেন, বিশ্ব অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। “নতুন প্রযুক্তিগুলো শহুরে জীবনের নতুন নতুন ধরন তৈরি করেছে। আমরা আর পুরোনো সরঞ্জাম এবং পদ্ধতি দিয়ে শহর পরিচালনা করতে পারি না। যদি নগর ব্যবস্থাপনা এই পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়, তবে এটি অনিবার্যভাবে অদক্ষতা, সামাজিক অসন্তোষ এবং সম্পদের অপচয়ের মুখোমুখি হবে। এই কারণে, আমাদের আগের চেয়ে আরও বেশি করে নগর পরিকল্পনা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। যখন আমরা টেকসই উন্নয়নের কথা বলি, তখন আমরা শুধু শহরের ভৌত বা শারীরিক বৃদ্ধির চেয়েও বেশি কিছু বুঝি।”

তিনি আরও বলেন: “আজ, অর্থনৈতিক চাপ এবং পরিবারের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে: ঐতিহ্যবাহী রাজস্ব-ভিত্তিক অর্থায়ন মডেল আর বর্তমানের শহুরে পরিষেবা এবং সুযোগ-সুবিধার চাহিদা পূরণ করে না। আমাদের এমন টেকসই আয়ের মডেল দরকার যা শহরের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে এবং পরিবারের উপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না।” সূত্র: তেহরান টাইমস