শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণে জোর দিচ্ছে ইরান-চীন

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীন বিশেষ করে খেলাধুলা ও পর্যটনের ক্ষেত্রে সহযোগিতার উন্নয়ন ও বৃদ্ধির ওপর জোর দিয়েছে। মঙ্গলবার তেহরানে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক উপমন্ত্রী আলী-আসগর শালবাফান এবং ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চ্যাং হুয়ার মধ্যে  একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষ পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য তাদের প্রস্তুতি ব্যক্ত করে।ইরানি কর্মকর্তা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক মিলের দিকে ইঙ্গিত করে বলেন, ইরান ও চীন পর্যটন ক্ষেত্রে তাদের সহযোগিতার উন্নয়নে উচ্চ ক্ষমতা ও সম্ভাবনা উপভোগ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।