মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

নেদারল্যান্ডে সেরা ছবির অ্যাওয়ার্ড পেল দুই ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০১৭ 

news-image

তৃতীয় অ্যারাউন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (এআরএফএফ) সেরা ছবির খেতাব কুড়িয়েছে ইরানের দুটি চলচ্চিত্র। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত হয়।

ইরানের পরিবেশ বিষয়ক ফিচার চলচ্চিত্র ‘কুপাল’ উৎসবে সেরা ফিচার চলচ্চিত্র হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। পরিচালক ও লেখক কাজেম মোল্লাইর ‘কুপাল’ ছবিটি যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস, কানাডা, ব্রাজিল, তাইওয়ান, হংকং ও চেক প্রজাতন্ত্রের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে।

চলচ্চিত্রটি পরিবেশ ও প্রাণীর সুরক্ষা নিয়ে নির্মিত। এতে ড. আহমাদ কুপাল নামে কেন্দ্রীয় চরিত্রের এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। ছবিটির উল্লেখ্যযোগ্য অভিনেতারা হলেন- লেভোন হাফতভান, নাজানিন ফারাহানি, পুরিয়া রাহিমি, হোসেইন শামসাবাদি, ভাহান, সেলিমজাদেহ ও মিত্র আসিয়ায়ি।

অপর ইরানি চলচ্চিত্র ‘৯৯৯৯৯৯৯৯৯’ ডাচ চলচ্চিত্র উৎসবে সেরা এক্সপেরিমেন্টাল চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন করিম আজিমি। এতে শিশুমনের আকাশচুম্বি উচ্চাভিলাসী স্বপ্নের বিষয়টি তুলে ধরা হয়েছে।  সূত্র: মেহের নিউজ।