মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০২৪ সিএএফএ অনুর্ধ্ব-১৫নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় ইরানের

পোস্ট হয়েছে: মে ২৭, ২০২৪ 

news-image

স্বাগতিক তাজিকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে ইরান শনিবার ২০২৪ সিএএফএ অনুর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইরান এর আগে তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত টুর্নামেন্টে কিরগিজস্তানকে ৫-১ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উজবেকিস্তানকে ১-০ গোলে হারায়।

উজবেকিস্তান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং কিরগিজস্তান তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান দখল করে।

শেষ পর্যন্ত, ইরানের মরিয়ম খলিলিফার পাঁচ গোল নিয়ে প্রতিযোগিতার শীর্ষ স্কোরার হিসাবে নির্বাচিত হন এবং ইয়াসনা সৌমেহসারাইকে এমভিপি হিসাবে নির্বাচিত করা হয়। সূত্র: তেহরান টাইমস