সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

নামাজ শিক্ষা ও প্রচার সব ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমের অপরিহার্য কর্তব্য: ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: অক্টোবর ১৩, ২০২৫ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ৩২তম জাতীয় নামাজ সম্মেলনের উদ্দেশে বার্তা দিয়েছেন।

ঐ বার্তায় মানুষের দুনিয়া ও আখেরাতের ভাগ্যের ওপর নামাজের অর্থপূর্ণ ও জীবনদায়ী ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন- নামাজের প্রচার ও শিক্ষাদান, নামাজের সৌন্দর্য ব্যাখ্যা করা ও তা মেনে চলা ধর্মীয় প্রচার সংস্থা এবং ধার্মিক পুরুষ ও মহিলাদের অনিবার্য কর্তব্য; এই ক্ষেত্রে নতুন নতুন উপাদান ব্যবহার করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের তথ্য কেন্দ্র থেকে প্রকাশিত এ সংক্রান্ত বার্তায় তুলে ধরা হলো:

বিসমিল্লাহির রহমানির রহিম

 ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহিত তাহেরিন

নামাজ সম্মেলন দেশের অন্যতম ফলপ্রসূ সমাবেশ এবং যে দিবসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, তা বছরের সবচেয়ে বরকতময় দিবসগুলোর একটি। এর কারণ, ইসলামের ফরজসমূহের মধ্যে অর্থপূর্ণ ও জীবনদায়ী এই ফরজ অর্থাৎ নামাজের বিশেষ মর্যাদা ও তাৎপর্য।

নামাজ যখন বিনয়, ভক্তি এবং হৃদয়কে নিবেদনের মতো আদব-আচরণ মেনে আদায় করা হয় তখন তা মনকে প্রশান্ত করে, ইচ্ছাশক্তিকে দৃঢ় করে, ঈমানকে গভীর করে এবং আশাকে জীবন্ত রাখে।

দুনিয়া ও আখিরাতে মানুষের ভাগ্য এমন হৃদয়, এমন ইচ্ছাশক্তি, এমন ঈমান এবং এমন আশার ওপরই নির্ভর করে।

এই কারণেই কুরআন ও অন্যান্য ধর্মীয় সূত্রে অন্য সব নির্দেশনার তুলনায় নামাজের নির্দেশনা বেশি এবং এই কারণেই আজানের সময় নামাজকে অন্যান্য সমস্ত কাজের চেয়ে উত্তম বলে ঘোষণা করা হয়।

বাবা-মা, এরপর শিক্ষক ও সহযোগী এবং পরবর্তীতে নামাজ সম্পর্কিত জীবনরীতি ও নিয়ম-কানুন নামাজের প্রচার ও এতে অঙ্গীকারবদ্ধ থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ধর্ম প্রচারের প্রতিষ্ঠানসমূহ, ধর্মীয় প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ধার্মিক ব্যক্তিদেরকে নামাজের প্রচারকে আবশ্যিক দায়িত্ব মনে করতে হবে। নতুন উপকরণ ও উৎসাহব্যঞ্জক পদ্ধতির মাধ্যমে নামাজ শিক্ষা, প্রচার ও এর গভীর অর্থপূর্ণ সৌন্দর্য ব্যাখ্যা করতে হবে এবং পার্থিব ও পরকালীন প্রয়োজনের জন্য নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে।#

পার্সটুডে