শুক্রবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

নাজাফ ও কারবালায় তাসুয়ার রাতের আজাদারী

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৮ 

news-image

পবিত্র মহররম মাসের নবম দিন বা তাসুয়ার শোকানুষ্ঠান মঙ্গলবার দিবাগত রাতে কারবালায় ইমাম হুসাইন (আ.)ও হযরত আব্বাস (আ.)এর মাযার এবং নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ইমাম ভক্তদের উপস্থিতিতে এ শোকানুষ্ঠান পালিত হয়।

এসব শোকানুষ্ঠানে ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশের জিয়ারকারীগণ অংশগ্রহণ করেন। সূত্র: ইকনা।