বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

নতুন স্ট্রেইনের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ইরানের দেশীয় ভ্যাকসিন

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২৩ 

news-image

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রামক রোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক শাহনাম আরশি বলেছেন, দেশীয়ভাবে তৈরি বেশ কয়েকটি কোভিড ভ্যাকসিনের অস্তিত্ব ভাইরাসটির নতুন স্ট্রেইনের বিরুদ্ধে লড়াইকে সহজ করে তুলেছে।কোভিরান, নুরা, পাস্তোকোভাক, ফাখরা এবং স্পিকোজেন হচ্ছে ইরানি বিশেষজ্ঞদের তৈরি কিছু ভ্যাকসিন।

ইরান করোনা মহামারির সদ্য আবির্ভূত অষ্টম ঢেউয়ের সাথে মোকাবিলা করছে। কারণ দেশটিতে করোনা রোগীদের মধ্যে সম্প্রতি বিকিউ১, এক্সবিবি এবং বিএ২-এর তিনটি নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।

উপ-স্বাস্থ্যমন্ত্রী হোসেন ফারশিদির মতে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে মহামারির নতুন ঢেউ চরমে পৌঁছবে। সূত্র: তেহরান টাইমস।