শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দাবা গ্র্যান্ডমাস্টার ইরানি তরুণ দাবাড়ু গোলামি

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২০ 

news-image

দাবার সর্বোচ্চ বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের (এফআইডিই) শিরোপা জিতেছে ইরানের তরুণ দাবাড়ু আরিয়ান গোলামি। এফআইডিই এর অনূর্ধ্ব ১৮ ক্যাটাগরিতে সর্বোচ্চ পদক গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছে সে।

এর আগে গোলামি ২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ দিকে ২০১৯ শাঙহাই কো-অপারেশন অরগানাইজেশন চেজ ইন্টারন্যাশনালের রাউন্ড-৯ এর শিরোপা লাভ করে।

১৮ বছর বয়সী এই তরুণ দাবাড়ু ঘায়েমশাহরে জন্মগ্রহণ করে। মাত্র আট বছর বয়সে সে ইরানের সবচেয়ে তরুণ এফআইডিই-র‌্যাঙ্কিং দাবা গ্র্যান্ডমাস্টার হওয়ার সৌভাগ্য লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।