শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দক্ষিণ-পশ্চিম ইরানে এলামাইট মাটির ট্যাবলেট আবিষ্কার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২১ 

news-image

দক্ষিণ-পশ্চিম ইরানে সম্প্রতি একটি মাটির ট্যাবলেট আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাবলেটটি এলামাইট যুগের ( খ্রিস্টপূর্ব ২৭০০ থেকে ৫৩৯)।ট্যাবলেটটি কিউনিফর্ম শিলালিপির। খুজেস্তান প্রদেশের রামহরমোজ কাউন্টিতে একটি ব্যক্তিগত খামারে চাষ প্রক্রিয়া চলাকালীন এটি খুঁজে পাওয়া যায়। সোমবার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।পুলিশ কমান্ডার জানান, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের পরিচালিত পরীক্ষা মতে,এলামাইট যুগ থেকে বস্তুটির মূল্যায়ন করা হয়েছে। তবে প্রাগৈতিহাসিক এই দলিলটির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সূত্র: তেহরান টাইমস।