বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ত্রয়োদশ তেহরান আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে ৭২টি দেশের চলচ্চিত্র

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২৪ 

news-image

ত্রয়োদশ তেহরান আন্তর্জাতিক অ্যানিমেশন ফেস্টিভালে ৭২টি দেশ অংশ নেবে৷ ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টসের মহাব্যবস্থাপক হামেদ আলামাতি এই তথ্য জানান।

১৩তম তেহরান ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভালের সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলি শাসনের বর্বরতা চিত্রিত করার জন্য অ্যানিমেশনের ভূমিকা সম্পর্কে তিনি কথা বলেন।

এই বিষয়ে, ১৩তম তেহরান আন্তর্জাতিক অ্যানিমেশন ফেস্টিভালের ফাঁকে ‘পবিত্র ভূমি ফিলিস্তিন’ শীর্ষক একটি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কানুন (দ্য ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট) ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ১৩তম তেহরান ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভালের (টিআইএএফ) আয়োজন করছে।

সূত্র: মেহর নিউজ