শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরানে প্রতিরক্ষা খাতের অর্জন নিয়ে প্রদর্শনী শুরু

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০ 

news-image

ইরানের প্রতিরক্ষা খাতের বিভিন্ন অর্জনাবলী নিয়ে প্রদর্শনী ‘দ্যা স্যাকরেড ডিফেন্স অ্যাচিভমেন্টস এক্সিবিশন’ শুরু হয়েছে। বুধবার রাজধানী তেহরানের স্যাকরেড ডিফেন্স মিউজিয়ামে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।

ইরানের আটটি প্রদেশে একই সাথে এই প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র প্রতিরক্ষা খাতের ৫৬টি ম্যাক্রো গবেষণা প্রকল্প উন্মোচন করা হয়। দীর্ঘ ১৩ বছরের নিরবচ্ছিন্ন কর্মকাণ্ড শেষে এগুলো উন্মোচন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।