মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরান পরমাণু চুল্লির সর্বাধুনিক কন্ট্রোল রুম উদ্বোধন

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৪ 

news-image

জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে ‘তেহরান পরমাণু চুল্লি’র সর্বাধুনিক কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। এটাকে ইরানের পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে।

পরমাণু চুল্লির সর্বাধুনিক কন্ট্রোল রুমটি ইরানেই নির্মাণ করা হয়েছে এবং এটি নির্মাণে প্রায় চার বছর সময় লেগেছে। জাতীয় পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ প্রসঙ্গে বলেছেন, তেহরান পরমাণু চুল্লির কন্ট্রোল রুমের উদ্বোধন পরমাণু কর্মসূচির ক্ষেত্রে আরেক ধাপ অগ্রগতি।

তিনি বলেন, তেহরান পরমাণু চুল্লির কন্ট্রোল রুমে ব্যবহৃত প্রযুক্তিটি ছিল প্রায় ৫০ বছর আগের। এখানে অ্যানালগ সিস্টেমে তথ্য সংগ্রহ করা হতো। কিন্তু এখন এনালগ ও ডিজিটাল সিস্টেমের সমন্বয়ে সর্বাধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। পরমাণু ক্ষেত্রে অর্জিত সাফল্য বিভিন্ন অঙ্গনে কাজে লাগানো হবে বলেও তিনি জানান।

রেডিও তেহরান, ১০ এপ্রিল, ২০১৪