রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তুর্কি উৎসবে লড়বে ইরানের ‘পিয়ানো’

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২৪ 

news-image

তুর্কি উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে মারজান কেশানি এবং শাহাব শামসি পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ‘পিয়ানো’। ইস্তাম্বুলে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিরেক্টেড বাই ওমেন’  উৎসবের এবারের ষষ্ঠ আসরের প্রতিযোগিতা বিভাগে অ্যানিমেশনটি দেখানো হবে।

ডকুমেন্টারি, এক্সপেরিমেন্টাল এবং অ্যানিমেশন ফিল্ম সেন্টার (ডিইএফসি) প্রযোজিত চলচ্চিত্রটি অন্যান্য ১১টি চলচ্চিত্রের সাথে সেরা আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। খবর বার্তা সংস্থা ইলনার।

৭-মিনিটের অ্যানিমেশন ‘পিয়ানো’তে দারিদ্র্য এবং জীবনের কষ্টের দিকগুলি তুলে ধরা হয়েছে৷ এটিতে এমন কিছু ব্যক্তির গল্প তুলে ধরা হয়, যারা একটি পিয়ানো কেনার স্বপ্ন দেখে কিন্তু যুদ্ধ শুরু হলে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। এমনকি জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তা অর্জনের জন্য তাদের সংগ্রাম করতে হয়।

সূত্র: তেহরান টাইমস