তুরস্কে ইরানের পণ্য রপ্তানি ৮১ শতাংশ বেড়েছে
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২২
 
  
		  	চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিবেশী তুরস্কে ইরানের পণ্য রপ্তানি ৮১ শতাংশ বেড়েছে। তুরস্কের পরিসংখ্যান বিভাগ শনিবার এই তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান মতে, ইরান জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিবেশী তুরস্কে ৩৬৭ মিলিয়ন ডলার মূল্যের তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেশি।
প্রতিবেদনে ২০২২ সালের প্রথমার্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে তুরস্কের পণ্য বিনিময়ের ৩৭ শতাংশ বেড়েছে বলে জানানো হয়।
 সূত্র: তেহরান টাইমস।
          