বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কিয়ানির

পোস্ট হয়েছে: জুন ৬, ২০২৩ 

news-image

ইরানের নারী তায়কোয়ান্দো অ্যাথলিট নাহিদ কিয়ানি ২০২৩ সালের তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাঙ্ক্ষিত সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছেন৷নারীদের অনুর্ধ্ব-৫৩ কেজি ওজন বিভাগে চীনের জু জুওকে হারিয়ে তিনি শীর্ষ পদক জয় করেন। ইরানের জাতীয় দলের যোগ্য সদস্য কিয়ানি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরানের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াই করেন।

রোববারের ম্যাচে কিয়ানি আধিপত্য বিস্তার করে চীনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেন।
তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইরানি নারী ক্রীড়াবিদ স্বর্ণপদক জয় করলেন। তাই তার এই জয়কে অসাধারণ বিজয় হিসেবে দেখা হচ্ছে।

প্রথম রাউন্ডে কিয়ানি নজর কাড়া দারুন পারফরম্যান্স করেন। জুওকে ১৪-০ ব্যবধানে পরাজিত করেন। তিনি দ্বিতীয় রাউন্ডে জয়ের ধারা অব্যাহত রাখেন, জুওকে ১১-৭-এ পরাজিত করে বিশ্ব শিরোপা নিশ্চিত করেন।

সূত্র: মেহর নিউজ।