শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

তাবরিজে চালু হচ্ছে প্রথম স্ট্যাম্প জাদুঘর

পোস্ট হয়েছে: মে ১৬, ২০২১ 

news-image

ঐতিহাসিক ডাকমাসুল স্ট্যাম্পের জাদুঘর চালু হতে যাচ্ছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে। উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশটিতে এই ধরনের জাদুঘর এই প্রথম চালু হচ্ছে। ২শ বছরের পুরনো মোজতাহেদিহা ম্যানশনে বৃহস্পতিবার জাদুঘরটির উদ্বোধন করার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের ন্যাশনাল পোস্ট কোম্পানির সিইও রামেজান-আলি সোবহানিফার যোগ দিয়েছেন। জাদুঘরে ১৯৬২ সাল থেকে বিভিন্ন সময় ছাপানো স্ট্যাম্পের সংগ্রহ দেখানো হবে।

এরআগে গেল ফেব্রুয়ারিতে ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রাশতে ইরানের প্রথম পোস্ট-মিউজিয়াম স্কুল চালু করা হয়। সূত্র: তেহরান টাইমস।