রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তথ্যের বহু-স্তরীয় সুরক্ষা জোরদারের আহ্বান পেজেশকিয়ানের

পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২৫ 

news-image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাইবারজগতে জাতীয় তথ্যের ভৌত এবং বহু-স্তরীয় সুরক্ষার একটি মৌলিক পর্যালোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এটিকে তিনি ডিজিটাল শাসনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলে অভিহিত করেন।

মঙ্গলবার সাইবারস্পেসের সুপ্রিম কাউন্সিলের এক সভায় পেজেশকিয়ান পরিষেবার মান বৃদ্ধি এবং জরুরি নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন, বিশেষ করে বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে।

প্রেস টিভির মতে, তিনি বলেছেন, সাইবারস্পেস সেক্টরে বর্ণিত লক্ষ্যগুলি কতটা অর্জন করা হয়েছে তা নির্ধারণ করার জন্য এবং সেগুলি বাস্তবায়নের পথে বাধাগুলি চিহ্নিত এবং সমাধান করার জন্য একটি ব্যাপক মূল্যায়ন প্রয়োজন।

ইরানি প্রেসিডেন্ট বিদ্যমান ফাঁকফোকরগুলি মোকাবেলা এবং জাতীয় অবকাঠামোর স্থিতিস্থাপকতা জোরদার করার গুরুত্বের উপরও জোর দিয়েছেন।

অধিবেশনে জাতীয় সাইবারস্পেস সেন্টারের নিরাপত্তা বিভাগ সাম্প্রতিক সাইবার হুমকি এবং সেগুলি প্রতিহত করার ক্ষেত্রে দেশের সাফল্যের উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করে।

উল্লেখ্য, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অসংখ্য সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গত মাসে ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসন যুদ্ধের সময় সাইবার আক্রমণ চালানো হয়। সূত্রঃ মেহর নিউজ