রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

টোটালের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করল ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০১৬ 

news-image

ফ্রান্সের জ্বালানি সংস্থা টোটালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে ইরান। সাউথ পার্স গ্যাসক্ষেত্রের বাকি অংশের উন্নয়নের জন্য এ চুক্তি সই করা হয়েছে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি বা এনআইওসি এবং টোটাল এ চুক্তিতে সই করেছে। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সিএনপিসি এবং ইরানের পেট্রোপার্স প্রকল্পের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করে এ চুক্তি সই করেছে টোটাল।

সাউথ পার্সের ফেজ ১১র উন্নয়নের জন্যে কনসোর্টিয়াম মোট ৪৮০ কোটি ডলার বিনিয়োগ করবে। নিষেধাজ্ঞা পরবর্তী ইরানে বিনিয়োগের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে।

কাজ শেষ হওয়ার পর এ গ্যাসক্ষেত্র থেকে দৈনিক পাঁচ কোটি ৬০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: পার্সটুডে