মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ইরানের শাহলা বেহরুজির লক্ষ্য স্বর্ণপদক

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২১ 

news-image

প্যারা এ্যাথলেট শাহলা বেহরুজি রাদ প্রথম ইরানি নারী প্যারা এ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জিততে চান। ২০১৬ সালে রিওতে প্যারা অলিম্পিক গেমসে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনি ফাইনালে যেতে ব্যর্থ হন। এবার তিনি টোকিওতে সে লক্ষ্য অর্জন করতে চান। তিনি বলেন টোকিওতে স্বর্ণপদক জিতে নেয়া আমার লক্ষ্য। এজন্যে আমি কঠোর পরিশ্রম ও অনুশীলন করছি। আমি চাই আমার দেশের পতাকা গেমসে উড়াতে। আমি আমার ফিটনেসকে ধরে রাখার চেষ্টা করেছি, করোনা মহামারিতে কঠোর প্রশিক্ষণ থেকে বিরত থাকিনি। আমি মনে করি গেমসে অংশগ্রহণ আমাকে আরো ক্রীড়া পারদর্শিতার শিখরে নিয়ে যাবে। তেহরান টাইমস