মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জয়পুর চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘টাইড’

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০২১ 

news-image

ভারতের চতুর্দশ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টাইড’। চলচ্চিত্রটির নির্মাতা পেদরাম মেহরখা।এর আগে ইরানি স্বল্পদৈর্ঘ্যটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ইন্ডিপেন্ডেন্ট শর্ট অ্যাওয়ার্ডসের সেরা স্বল্পদৈর্ঘ্য পুরস্কার লাভ করে। এছাড়া ছবিটিকে তুর্কি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম চূড়ান্ত ছবি হিসেবে বাছাই করা হয়।‘টাইড’ এ অভিনয় করেছেন নিমা-জেইন আল আবেদিনি ও সাহার রুস্তা।বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিবছর ভারতের জয়পুরে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।