জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ায় ইরানি দলকে পেজেশকিয়ানের অভিনন্দন
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২৫

টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ইরানের জাতীয় জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । শুক্রবার এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট দেশটির তরুণদের দৃঢ় সংকল্প এবং প্রতিভার উপর জোর দিয়ে দলের কৃতিত্বের জন্য গর্ব প্রকাশ করেন।
১৭তম আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াডে (আইওএএ) ইরানি দল পাঁচটি স্বর্ণপদক জিতে প্রথম স্থান অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় ইরানি দলে ছিলেন হোসেইন সোলতানি, হিরবোদ ফোয়াদাজি, হোসেইন মাসুমি, আরশিয়া মিরশামসি কাহকি এবং আলী নাদেরি লরদিজানি, যারা পাঁচটি স্বর্ণপদক জিতে ভারতে অনুষ্ঠিত ২০২৫ সালের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬৪টি দেশ অংশ নেয়।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াড (আইওএএ)হল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ক একটি বার্ষিক প্রতিযোগিতা। এটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলির মধ্যে একটি। এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়। মেহর নিউজ।