জাতীয় ফজর চলচ্চিত্র উৎসবের জন্য ৩৩টি সিনেমা নির্বাচিত হয়েছে
পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬
চল্লিশ-চতুর্দশ জাতীয় ফজর চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ও অপ্রতিযোগিতামূলক বিভাগে ৩৩টি সিনেমা নির্বাচিত হয়েছে।
তসনিম সংবাদ সংস্থার সাংস্কৃতিক প্রতিবেদক জানিয়েছেন, চল্লিশ-চতুর্দশ জাতীয় ফজর চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য মোট ১২২টি চলচ্চিত্র আবেদন করেছিল। এর মধ্যে, অবশেষে ৩১টি চলচ্চিত্র “ইরান সিনেমা প্রতিযোগিতা” বিভাগে এবং ২টি চলচ্চিত্র “অপ্রতিযোগিতামূলক” বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, অপ্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত দুটি চলচ্চিত্রের মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং একটি চলচ্চিত্র অ্যানিমেশন।
চল্লিশ-চতুর্দশ জাতীয় ফজর চলচ্চিত্র উৎসবের “ইরান সিনেমা” বিভাগের পাশাপাশি আরও দুটি প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে, যা হলো: তথ্যচিত্র ও সংক্ষিপ্ত চলচ্চিত্র। তথ্যচিত্র বিভাগের প্রতিযোগিতায় ১৩টি লং-ফর্ম তথ্যচিত্র অংশগ্রহণ করবে।
একইভাবে, সংক্ষিপ্ত চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় ১৩টি সংক্ষিপ্ত চলচ্চিত্র অংশগ্রহণ করবে।
উৎসবের বিভিন্ন বিভাগের নির্বাচিত চলচ্চিত্রের তালিকা আগামী কয়েক দিনে প্রকাশ করা হবে।
চল্লিশ-চতুর্দশ জাতীয় ফজর চলচ্চিত্র উৎসব ১২ থেকে ২২ বাহমান ১৪০৪ (ইরানি ক্যালেন্ডার) তারিখে অনুষ্ঠিত হবে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি