মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

গত বছর ৭৩ লাখ বিদেশী পর্যটকের ইরান ভ্রমণ

পোস্ট হয়েছে: মে ১৯, ২০২৫ 

news-image

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক উপমন্ত্রী আনুশিরভান মোহসেনি বান্দপে বলেছেন, গত ফারসি বছরে (২১ মার্চ ২০২৪ থেকে ২০ মার্চ ২০২৫) ৭৩ লাখ বিদেশী পর্যটক ইরান ভ্রমণ করেছেন।

বুধবার ইরানি গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইরান ভ্রমণকারী বিদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে।

বান্দপে জানান, ২০২৪ সালে দেশটিতে ভ্রমণকারী বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ৬৩ লাখ ৮২ হাজার ৭৫৫ জন।

তিনি আরও বলেন, ২০২৩ সালে ৪২ লাখ ৩০ হাজারের বেশি বিদেশী পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। সূত্র: মেহর নিউজ