বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

খেজুর বাগানের জন্য প্রসিদ্ধ ইরানের ফারাশবান্দ শহর

পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০২১ 

news-image

ফারাশবান্দ ।ইরানের ফারস প্রদেশের একটি শহর। খেজুর বাগানের জন্য যার খ্যাতি বিশ্বজুড়ে। শহরটি সিরাজ থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেসব খেজুর উৎপাদন হয় তার মধ্যে জাহেদি খেজুরের  কদর সবচেয়ে বেশি। এ খেজুর রফতানি হয় বিভিন্ন দেশে।

সাড়ে তিন হাজার হেক্টর জমিতে শুধু ‘জাহেদি খেজুর’ বাগান রয়েছে। সেপ্টেম্বরের শেষে এ খেজুর তোলার মৌসুম শুরু হয় এবং তা চলে দুই মাস পর্যন্ত। ফারাশবান্দে বছরে খেজুর উৎপাদন হয় প্রতি হেক্টরে ৮ টন।এ খেজুর  ফারস প্রদেশের অন্যতম অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হয়ে থাকে। ‘কাবকাব’ নামে আরেক ধরনের খেজুর উৎপাদন হয় এখানে। এ খেজুরটিরও দেশের ভেতরে ও বাইরে ব্যাপক চাহিদা রয়েছে।

এছাড়া ইরানের বুশেহর প্রদেশে ষাট লাখ খেজুর গাছ থেকে বছরে ১ লাখ ১০ হাজার টন খেজুর উৎপাদন হয়। ইরান প্রেস