মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

খালিদ নবি মাজার, যেখানে বিশ্বাস ও সুন্দরের মিলন মেলা

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৭ 

news-image

দলে দলে পুণ্যার্থীরা সেখানে পাহাড়ের খাড়া পথ বেয়ে মিলিত হন। ইরানের গোলেস্তান প্রদেশে তুর্কমেনিস্তান সীমান্ত ঘেঁষে পাহারের ওপর মাজারটি অবস্থিত। দোয়া খায়েরের জন্যে বিশ্বাসীরা সেখানে সমবেত হন। গত ২৯ এপ্রিল এমনি এক সমাবেশ ছিল সেখানে। মাজারের ক্ষুদ্র একটি সবুজ রংয়ের গম্বুজ অনেক দূর থেকে অনেকের দৃষ্টি কাড়ে।

মাজারটি খালিদ নবির। ইরানের জাতীয় ঐতিহাসিক এক স্থান হিসেবে মাজারটি বিবেচিত এবং দূর দূরান্ত থেকে অনেক বিশ্বাসী ও পর্যটকরা আসেন এখানে। সূত্র: তেহরান টাইমস।