বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনোরকম আলোচনা নয়: ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ প্রতিরক্ষা ইস্যু কোনো আলোচনার বিষয় নয় এবং এসব নিয়ে আদৌ কোনো আলোচনা হবে না।

তিনি মঙ্গলবার পরিষ্কার করে বলেছেন, “দুই বছর আগে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতার কোনো ধারা নিয়ে ইরান আর আলোচনা করবে না। প্রতিরক্ষা ইস্যু নিয়েও তেহরান কখনো কোনো অবস্থাতে কারো সঙ্গে আলোচনা করবে না।”

আলী শামখানি বলেন, ইরান প্রমাণ দিয়েছে যে, তারা পরমাণু সমঝোতা মেনে চলছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ আটবার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, দেশীয় সক্ষমতার ওপর ভিত্তি করে ইরান তার প্রতিরক্ষা চাহিদা মেটানোর কাজ এগিয়ে নেবে। আমেরিকা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে ইরানের জাতীয় পরিচয় ও অখণ্ডতা রক্ষার ওপর কোনো প্রভাব পড়বে না বলেও আলী শামখানি মন্তব্য করেন।- পার্সটুডে।