কেন ট্রাম্পকে উপহাস করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট?
পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২৬
পার্সটুডে- ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করেছেন। একের পর এক টুইট করার কারণে ট্রাম্পের সমালোচনা করেন তিনি। দ্য সিলভা ট্রাম্পের উদ্দেশে বলেন, তিনি টুইটার (বর্তমান এক্স) ব্যবহার করে বিশ্ব শাসন করতে চান।
দ্য সিলভা এর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একে দেশটির সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং রেডলাইন অতিক্রম হিসেবে আখ্যা দেন। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণসহ ভেনেজুয়েলার ওপর মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে রেডলাইন অতিক্রম করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ লেখেন, এই পদক্ষেপগুলো ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি গুরুতর অবমাননা এবং পুরো আন্তর্জাতিক সমাজের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক সংকেত। রয়টার্স জানায়, দ্য সিলভা এ বিষয়ে জাতিসংঘের শক্ত প্রতিক্রিয়া দাবি করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া ভিত্তিক আচরণের কথা বলতে গিয়ে লুলা দা সিলভা তার বিপুলসংখ্যক এবং অনেক ক্ষেত্রে লক্ষ্যহীন টুইটের দিকে ইঙ্গিত করেন—যে আচরণকে ব্রাজিলের প্রেসিডেন্টসহ বিশ্বের বহু নেতা আবেগপ্রবণ ও অপেশাদার রাজনীতির উদাহরণ হিসেবে দেখেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন দ্য সিলভা এর আগেও বলেছেন, একজন রাজনীতিবিদের উচিত চিন্তাভাবনা, সংযম ও দায়িত্ববোধের সঙ্গে জনগণের সঙ্গে কথা বলা; প্রতি কয়েক মিনিট পরপর এমন বার্তা প্রকাশ করা নয়, যা একজন প্রেসিডেন্টের বক্তব্য ও অবস্থানের চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মতো মনে হয়। দৃষ্টিভঙ্গির এই পার্থক্যের কারণেই তিনি মাঝে মাঝে ব্যঙ্গাত্মক বা সমালোচনামূলক সুরে ট্রাম্পের টুইটার আচরণকে উপহাসের বিষয় বানান।
ট্রাম্প জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে ব্যক্তিগত বিরোধ—প্রায় সব বিষয়েই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানান এবং টুইট করেন। কখনো কখনো তিনি কয়েক মিনিটের ব্যবধানে অন্যান্য দেশের নেতাদের সম্পর্কে একাধিক বার্তা প্রকাশ করেন—একবার কোনো দেশের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলেছেন, আবার পরমুহূর্তেই সেই দেশকে হুমকি দিয়েছেন। দ্য সিলভার মতো রাজনীতিবিদদের কাছে এই আচরণ অস্থিরতা ও অনিশ্চয়তার লক্ষণ।
এর পাশাপাশি, ট্রাম্প বহুবার টুইটার ব্যবহার করে তার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করেছেন। তিনি কংগ্রেস সদস্য, গভর্নর, সাংবাদিক এমনকি নিজের সরকারের সাবেক কর্মকর্তাদেরও কড়া ভাষায় আক্রমণ করেছেন। এ ধরণের আচরণ ও তৎপরতা দ্য সিলভার মতো ঝাণু রাজনীতিবিদদের কাছে সত্যিই হাস্যকর বলে মনে হয়।#
পার্সটুডে