মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কিশ দ্বীপে ইরানের বিভিন্ন অঞ্চলের নারীদের সংগীত উৎসব অনুষ্ঠিত

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০২৫ 

news-image

‘ইরানের নৃতাত্ত্বিক নারীদের সঙ্গীত উৎসব’ শিরোনামে ‘পঞ্চম কিশ সংগীত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কিশ দ্বীপে শুরু হওয়া উৎসবটি, শুক্রবার সন্ধ্যায় নির্বাচিত দলগুলোর পরিবেশনার মাধ্যমে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত দলগুলোকে সম্মাননা জানানো হয়।

পার্সটুডে জানিয়েছে, কিশের সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ‘ইরান হাউস অফ মিউজিক’ ও ‘কিশ ফ্রি জোন অর্গানাইজেশন’-এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই উৎসবে ইরানের বিভিন্ন অঞ্চলের ৮৭টি শিল্পীগোষ্ঠী অংশ নেয়, যারা আলাদা দুটি ভেন্যুতে সঙ্গীত পরিবেশন করে।

এই সাংস্কৃতিক ইভেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রশংসাপত্র প্রদান করে যাদেরকে সম্মানিত করা হয় তারা হলেন: মাজান্দারান প্রদেশের নারী সঙ্গীত দলের প্রধান আতেফেহ মোকিমি, নারী সঙ্গীত দল নামদারি (কাশকাই)-এর প্রধান সানাজ নামদারি, উত্তর খোরাসানের নারী সঙ্গীত দল আওয়ায়ে শোমাল খোরাসান (শিরভান)-এর প্রধান জাহরা আবাশি মিরকুহি, বুশেহর প্রদেশের নারী সঙ্গীত দল লিয়ানার প্রধান লিয়ানা শারিফিয়ান এবং লোরেস্তন প্রদেশের নারী সঙ্গীত দল সোরনায়ের প্রধান মিত্রা ইস্তেগফারিকে।

এছাড়াও এই উৎসবে  সম্মানিত করা হয়: খোরাসান প্রদেশের নারী সঙ্গীত দল সারভ-এর প্রধান ‘ইয়াসমিন তানহা’, কুচানের নারী সঙ্গীত দল জেনাভায়ের প্রধান আজম জওয়ানবখত, কুর্দিস্তান প্রদেশের নারী সঙ্গীত দল কিজানের প্রধান রুজিনা ওয়াহিদিপুর, তাবরিজের নারী সঙ্গীত দল পারলার প্রধান ম্যারিয়ে ইযদানি এবং বুশেহর প্রদেশের নারী সঙ্গীত দল ইরেন-এর প্রধান মারিয়াম আমিরিকে।#

পার্সটুডে