মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

কাতারে চালু হচ্ছে ইরান বাণিজ্য কেন্দ্র

পোস্ট হয়েছে: জুন ৭, ২০২২ 

news-image
অদূর ভবিষ্যতে কাতারে ইরান বাণিজ্য কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা (টিপিওআই)।টিপিওআই প্রধান আলিরেজা পেম্যান-পাক দোহায় অনুষ্ঠিত ইরানি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন।
বৈঠকে তিনি বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াতে ইরানের প্রশাসনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি প্রদর্শনীর আয়োজন করা এবং কাতারি ব্যবসায়ীদের কাছে ইরানের শিল্প ও বাণিজ্যিক সক্ষমতা তুলে ধরার বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে।
টিপিওআই প্রধান আরো বলেন, ইরানেও কাতারের বাণিজ্য সক্ষমতার একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
কাতারে ইরান বাণিজ্য কেন্দ্র শীঘ্রই খোলা হবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ।