বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনার নতুন ওষুধ বানাচ্ছে ইরানি ফার্ম

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২১ 

news-image

ইরানের পারদিস টেকনোলজি পার্কের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানির গবেষকরা করোনাভাইরাসের নতুন ওষুধ তৈরি করেছেন। গণহারে টিকা দেয়া শুরুর আগে কোভিড-১৯ নিয়ন্ত্রণে ওষুধটি তৈরি করা হয়েছে।

ওষুধটির নাম ‘সালিরাভিরা’। ইরানি বিজ্ঞানভিত্তিক কোম্পানিটির উৎপাদিত নতুন পণ্য এটি।

ইরানিয়ান রেজিস্ট্রি অব ক্লিনিক্যাল ট্রায়ালস (আইআরসিটি) ওয়েবসাইটের তথ্যমতে, ‘সালিরাভিরা’ যষ্টিমধু, শঙ্কু ফুল, জিনসেং, হাইসপ (এক প্রকার সুগন্ধি লতা), রেউচিনি এবং রোজমেরির নির্যাস থেকে তৈরি একটি প্রাকৃতিক পণ্য। ওষুধটির সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।