বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ওমিক্রনের দুটি ভ্যাকসিন তৈরি করছে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২২ 

news-image

করোনাভাইরাসের ওমিক্রন স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা চালাচ্ছে ইরানের দুটি দেশীয় কোম্পানি।  সোমবার বার্তা সংস্থা ইসনা এই খবর জানিয়েছে।খবরে বলা হয়, নতুন স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির জন্য খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রাসঙ্গিক প্রোটোকল অনুসরণ করে দুটি দেশীয় কোম্পানি ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা শেষ করেছে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ক্লিনিকাল পর্যায়ে প্রবেশ করবে।করোনাভাইরাস প্রতিরোধে ইরানের জাতীয় বৈজ্ঞানিক কমিটির সেক্রেটারি হামিদরেজা জামাতি বলেছেন, উন্নত দেশ এবং বিশ্বের শীর্ষস্থানীয় ভ্যাকসিন কোম্পানিগুলোর মতো একই সময়ে ইরান এই ভ্যাকসিন তৈরি শুরু করেছে।ইরানের একটি বিজ্ঞান-ভিত্তিক কোম্পানি ওমিক্রন স্ট্রেন নির্ণয়ের জন্য নতুন একটি প্রযুক্তিগত পরীক্ষার কিটও তৈরি করেছে। সূত্র: তেহরান টাইমস।