বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান মহিলা ভলিবলে সপ্তম ইরান

পোস্ট হয়েছে: মে ২৯, ২০১৮ 

news-image

ভারতকে হারিয়ে ১২তম এশিয়ান মহিলা অনূর্ধ্ব-১৭ ভলিবল চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছে ইরানের জাতীয় মহিলা ভলিবল দল। রোববার চার সেটের ইভেন্টে প্রতিদ্বন্দ্বি ভারতকে ৩-১ সেটের (২৫-২৩, ২০-২৫, ২৫-১৬ ও ২৫-১৫) ব্যাবধানে পরাজিত করেছে ফার্সি নারীরা। এ জয়ের মধ্য দিয়ে ভালো পারফরমেন্সে ফিরলো ইরানি স্কোয়াড।

তেহরানের নাখন পাথম মিউনিসিপালিটি জিমনেসিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।ভারতের বিরুদ্ধে খেলতে নেমে জাহরা রেজায়ির নেতৃত্বাধীন ইরানি ভলিবল দল ৪২ বার প্রচেষ্টা চালিয়ে ১১টি অ্যাটাক করতে সক্ষম হয়। এ থেকে ইরান সংগ্রহ করে ১৮ পয়েন্ট। অন্যদিকে ৪৭ বারের প্রচেষ্টায় ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে এলাকিয়া এম মুথুর ভারতীয় দল।

ভারতের বিপক্ষে এই বিজয়ের মধ্য দিয়ে শক্তিশালী পারফরমেন্সে ফিরলো ইরান। দেশটি দুই বছর আগে চীনর চঙকিংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের আগের আসরে ৯ম অবস্থান করেছিল। এবারের আসরে দারুন পারফরমেন্সের মাধ্যমে সন্তোষজনক অবস্থানে উঠে এসেছে ফার্সি নারীরা, অর্জন করেছে সপ্তম স্থান। সূত্র: তেহরান টাইমস।