বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান বিচ গেমসে অংশ নেবে ইরানের হ্যান্ডবল দল

পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০২০ 

news-image

চীনে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান বিচ গেমসের ষষ্ঠ আসরে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ইরানের জাতীয় বিচ হ্যান্ডবল দল। এই ইভেন্টে প্রথমবারের মতো ইরানি হ্যান্ডবল দল অংশ নিতে যাচ্ছে। ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত চীনে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করে দলটি।

চীনের সানিয়ায় ষষ্ঠ এশিয়ান বিচ গেমস আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির (এনওসিএস) ৪৫ সদস্যের সকলেই ১৭টি স্পোর্টস ডিসিপ্লিনে অংশ নেবে।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) কর্মকর্তারা বলেছেন, চীনের ওই অঞ্চলে কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তাই সেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।